Saturday, January 18, 2025

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের শাপলা চত্ত্বরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিএনপি কর্মরা টহল দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মিছিল তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা; পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর