Thursday, March 6, 2025

দেশের নারী ক্রিকেটে ফারজানার প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান

জিতলেই প্রথমবারের মত ভারতের বিপক্ষে সিরিজ জয়, হারলে বাড়বে অপেক্ষা— এমন সমীকরণের ম্যাচে ব্যাটিং দৃঢড়তা দেখালেন ব্যাটার ফারজানা হক। ওপেনিংয়ে নেমে টিকে থাকলেন শেষ পর্যন্ত। তুলে নিলেন প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি।

আজ শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ফারজানার সেঞ্চুরিতে চড়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি ভারতে বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দলীয় সর্বোচ্চ স্কোর। ১৬০ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ফারজানা। সিরিজ জিততে ভারতে প্রয়োজন ২২৬ রান।

প্রথমবারের মত ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ঘুঁরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় নিগার সুলতানার দল। তবে তৃতীয় ম্যাচে এসেই যেন ছন্দে ফিরেছে বাংলাদেশ। ভারতকে ছুঁড়ে দিয়েছে শক্ত পুঁজি।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। এই দুই ব্যাটারের ৯৩ রানের ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। যদিও দলীয় ৯৩ রানের মাথায় বিদায় নেন শামিমা। ৭৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

এরপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ফের বড় জুটি গড়েন ফারজানা। এই দুইজনে মিলে মাঝের ওভারগুলোতে দেখেশুনে ব্যাটিং করেন। গড়ে তোলেন ৭১ রানের জুটি। এরপর দলীয় ১৬৪ রানে আউট হন নিগার সুলতানা। ৩৬ বলে ২৪ রান করেন নিগার।

নিগারের বিদায়ের পর তৃতীয় উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৬৯ রানে বিদায় নেন রিতু মনি। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপকে বেশ ভালোভাবেই সামাল দেন ফারজানা-মোস্তারি জুটি। শেষদিকে ৫৪ রানের জুটি গড়ে শক্ত পুঁজি দাঁড় করান এই দুই ব্যাটার। দলীয় ২২৩ রানের সময় রান আউটে কাটা পড়ে বিদায় নিতে হয় সেঞ্চুরিয়ান ফারজানাকে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর