Friday, November 22, 2024

বিশ্বকাপে ‘মেন্টর’ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন মাশরাফী

বছর দুয়েক আগে বৈশ্বিক করোনা মহামারির সময়ে এক লাইভ অনুষ্ঠানে মাশরাফী বিন মোর্ত্তজাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মেন্টর হিসেবে চেয়েছিলেন তামিম ইকবাল। কিছুদিন আগে সেই ইচ্ছার কথা নতুন করে প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরেন টাইগার ওয়ানডে দলের অধিনায়ক।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফীকে মেন্টর করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। তবে গত ১২ জুলাই মাশরাফীর মেন্টর হওয়ার বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সে সময় তিনি (জালাল) জানান, এখন সিদ্ধান্ত তো বোর্ডের। নিশ্চয়ই মাশরাফী একজন সংসদ সদস্য, সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক, ভালো নেতা। বোর্ডে এলে আমরা আলাপ করব।

তবে বিশ্বকাপে সেভাবে অবশ্য মেন্টরের প্রয়োজনীয়তা দেখছেন না সাবেক অধিনায়ক মাশরাফী। সময়ের ওপরই তিনি পুরো বিষয়টি নাকি ছেড়ে দিয়েছেন।

তামিমের চাওয়া নিয়ে ম্যাশের ভাষ্য, সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ, সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশুদিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।

বুধবার (২৬ জুলাই) ধানমন্ডিতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই এসব কথা জানান ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

সাবেক এই দলপতির ভাষ্যমতে, মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী; আমি জানি না। সে রকম পরিস্থিতি এলে, সে রকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেবো? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি ও রকম কিছু দেখি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে ম্যাশ দাবি করেন, প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস। সেটার সঙ্গে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আপনাদের কী বলতে পারি। কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনকিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞতায় এগিয়ে থাকা টাইগাররা শিরোপায় চোখ রাখছে। তাই বিশ্বকাপে মাশরাফীকে মেন্টর হিসেবে তামিমের চাওয়া পূরণ হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর