নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ।
সকালের দিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হাতে থাকে। বেলা ১২ টার পর পুলিশ নেতা কর্মীদের সরে যেতে বললে আশপাশের গলিতে অবস্থান নেয় নেতা কর্মীরা।
কার্যালয়ের ভেতরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্য়্ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ রয়েছেন।
এর আগে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে প্রধান সড়কের ওপর শতাধিক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। প্রধান সড়কের পাশাপাশি সেখানকার একটি গলিতেও অসংখ্য পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এছাড়া একটি সাঁজোয়া রায়ট কার (এপিসি), জলকামান ও প্রিজন ভ্যানও বিএনপি অফিসের সামনে দেখা যায়।
পুলিশের পাশাপাশি বিএনপির অসংখ্য নেতাকর্মী দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।