রাজধানীর বাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে রসুন ও মুরগির দাম কিছুটা বেড়েছে এবং দাম কমেছে পেঁয়াজের। বিক্রেতারা জানিয়েছেন চাহিদা বেড়েছে বলে মুরগির দাম বেড়েছে। আমদানির অনুমতি দেয়ার পর পেঁয়াজের দাম কমেছে। আর রসুনের সরবরাহ সংকট না থাকলেও বাজারে এর দাম বেড়েই চলছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজারে প্রতি কেজি রসুনের দাম ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।
মাছ আগের দামেই বিক্রি করছেন বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর, শুক্রাবাদ, ফকিরাপুল, যাত্রাবাড়ী, রামপুরার বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন মাছের দাম কিছুটা বেশি থাকায় মুরগির দিকে ঝুঁকছে ক্রেতারা। এ কারণে মুরগির দাম বাড়তে শুরু করেছে।
এদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৯০ টাকা কেজি। তবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি কিছুটা কম দামে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি করছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় দেশি ও আমদানি করা চীনা রসুনের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি এবং চীনা রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি।
রসুন বেশি দামে বিক্রি করার কারণ হিসেবে রাজধানীর শুক্রাবাদ বাজারের ব্যবসায়ী মো. শফিক বলেন, আমাদের কারওয়ান বাজার থেকে বেশি দামে কিনে আনতে হয়। এ জন্য বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। কিছুদিন আগেও দেশি রসুন ১৬০ থেকে ১৭০ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু এখন আর সেই দামে বিক্রি সম্ভব হচ্ছে না। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩০ থেকে ১৪০ টাকা।
পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ মানভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজিও পাওয়া যাচ্ছে।
তবে স্বস্তির খবর হচ্ছে আদার দাম এখন অনেকটাই কম। এক মাস আগে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা কেরালা জাতের আদা এখন পাওয়া যাচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি।
এছাড়া সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা কেজি, পটোল ৫০ থেকে ৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা কেজি, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা কেজি, গোল বল বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি, টমেটো ২২০ থেকে ২৪০ টাকা কেজি, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহেই এসব সবজি কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।