Saturday, November 23, 2024

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।

আলাদা হয়ে যাওয়া এই দম্পতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বুধবার রাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে ‘অর্থপূর্ণ ও কঠিন আলোচনার’ পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

তবে বিবাহবিচ্ছেদ হলেও তারা গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে একে অপরের পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে থাকবেন বলেও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়।

৫১ বছর বয়সী জাস্টিন ট্রুডো কানাডার অন্যতম বিখ্যাত রাজনীতিবিদ, যিনি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৪৮ বছর বয়সী সোফি একজন প্রাক্তন মডেল ও টিভি উপস্থাপক। তাঁরা ২০০৫ সালে মন্ট্রিয়লে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিনটি সন্তান রয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দু’জনেই বিচ্ছেদের কাগজে সই করেছেন। তবে তারা পরিবার হয়ে থাকবেন এবং আগামী সপ্তাহে তারা পরিবার হিসেবে ছুটি কাটাতে যাবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া তিন সন্তান জাভিয়ের (১৫), এলা-গ্রেস (১৪) ও হ্যাড্রিয়েনের (৯) মঙ্গলের কথা বিবেচনা করে তাদের বিষয়ে গোপনীয়তা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন আলাদা হয়ে যাওয়া এই দম্পতি।

জাস্টিন ট্রুডো কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আগের রেকর্ডটিও ট্রুডোর পরিবারের। জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো ও মা মার্গারেট ট্রুডো ১৯৭৯ সালে আলাদা হয়ে যান এবং ১৯৮৪ সালে ট্রুডোর বাবার প্রধানমন্ত্রিত্বের শেষ বছরে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর