মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশের নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ মিটার নিছে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। দেশটিতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতি ও গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে।
চলতি বছরে জুলাই মাসে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এছাড়া এপ্রিলে ১৮ জন, ফেব্রুয়ারিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বয়টার্স, এএফপি