Friday, November 22, 2024

যুক্তরাষ্ট্রে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হচ্ছে শুক্রবার। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই শুরু হবে উৎসবটি। এর উদ্বোধনও করবেন বরেণ্য এই অভিনেত্রী। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

বিষয়টি নিয়ে ববিতা বলেন, ‘যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে। বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।’

ববিতা গত দুই মাসেরও বেশি সময় ধরে কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে ছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন।

এদিকে এ উৎসবে আরও থাকছে, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, শাহিল রনীর ‘মানুষ’সহ আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর