গ্রুপ ও রাউন্ড অব সিক্সটিনের পর্ব চুকিয়ে নারী বিশ্বকাপের এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। ৩২ দল নিয়ে শুরু হওয়া আসর এখন গিয়ে ঠেকেছে শেষ আটে।
গ্রুপ পর্ব থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও জার্মানির মতো শক্তিশালী দলগুলোর বিদায়ের পর ধারণা করা হচ্ছিল কিছুটা হলেও তেজ কমবে বিশ্বকাপের। কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের বেশিরভাগ ম্যাচ ভুল প্রমাণ করেছে সেই ধারণার। লড়াইটা জমিয়ে রেখেছে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্সের মতো পরাশক্তিগুলো।
শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, মরক্কো। আর শেষ আটে নাম লিখিয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মতো শক্তিশালী দল।
পাশাপাশি আন্ডারডগ কলম্বিয়া, সুইডেন, জাপান ও অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়ে লাগিয়ে দিয়েছে তাক।
১১ আগস্ট থেকে শুরু হবে শেষ আটের লড়াই। স্পেন-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। ১২ আগস্ট ইংল্যান্ড বনাম কলম্বিয়ার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে শেষ আটের লড়াই।
চলুন এক নজরে দেখে আসি নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ।
স্পেন বনাম নেদারল্যান্ডস- ১১ আগস্ট, সকাল ৭টা
জাপান বনাম সুইডেন- ১১ আগস্ট, দুপুর দেড়টা
অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স- ১২ আগস্ট, দুপুর ১টা
ইংল্যান্ড বনাম কলম্বিয়া- ১২ আগস্ট, বিকেল সাড়ে ৪টা