ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উপকূলে শহর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় জাহাজডুবির ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার জাহাজডুবির ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌযানটি ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী বহন করছিল। মাল্টার একটি জাহাজ তাদের উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ১৫ জনের পরনে লাইভ জ্যাকেট ছিল। তারপরও তারা ডুবে যায়।
দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল এবং সাগর ছিল উত্তাল। আবহাওয়া বৈরী থাকায় বিশাল আকার ঢেউয়ের তোড়ে যানটি ডুবে যায়। নৌযানটি বৃহস্পতিবার যাত্রা শুরু করে ও সাড়ে ছয় ঘণ্টা পর তা সাগরে ডুবে যায়।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সম্প্রতি ইতালিতে ৯০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।