Tuesday, May 7, 2024

সিরিয়ায় সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা ওয়ার টর্নে সেনাবাহিনীর ২৩ সদস্যকে হত্যা করেছে দায়েশ জঙ্গি গোষ্ঠী। শুক্রবার এ তথ্য জানায় মনিটর। ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা হারাতে থাকে দায়েশ জঙ্গি গোষ্ঠী। এরপর তারা মরুভূমির বিভিন্ন এলাকায় আস্তানা গড়ে। মাঝে মধ্যেই জঙ্গি গোষ্ঠীটি নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জঙ্গি গোষ্ঠীটি সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালায়। হামলায় ২৩ সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

হামলায় বহু সৈন্য নিখোঁজ রয়েছে বলেও জানায় সংস্থাটি। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

অবজারভেটরি রামি আবদেল রহমান বলেন, দায়েশ তাদের হামলার সংখ্যা বাড়িয়েছে। তাদের প্রধান লক্ষ্য সিরিয়ার সৈন্যরা। এর মধ্যে দিয়ে মূলত তারা তাদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে।

গত সপ্তাহে দায়েশের পক্ষ থেকে তাদের প্রধান নেতা আবু আল হুসেইন আল হুসেইনি আল কুরাইসি নিহতের কথা জানানো হয়। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি সংঘর্ষে তার মৃত্যু হয়। এরপরই দলটির নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয় আবু হাফস আল হাসিমি আল কুরাইশিকে।

অবজারভেটরি জানায়, গত সপ্তাহে দায়েশের হামলায় সরকারপন্থি ১০ জন সেনাবাহিনীর নিহত হয়। দেশটির রাক্কা প্রদেশে এ ঘটনা ঘটে। এছাড়া একটি তেলের ট্যাকারকে লক্ষ্য করে হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠিটি, এতে প্রায় ৭ জন সৈন্য নিহত হয়।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর