Friday, November 22, 2024

নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যালেন্স বৈদেশিক নীতির কারণে নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের উপর পড়বে না।

আসন্ন ব্রিকস সন্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, তারা দাওয়াত দিয়েছে মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্টু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর