মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ডিম উৎপাদনের পরিমাণ, বাজারে চাহিদা, ঘাটতি- এসব ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে কিছুই জানায়নি। ডিমের উৎপাদন খরচ কত এবং কত টাকা দাম নির্ধারণ করা উচিত সেটাও বলেনি।
‘প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি এসব তথ্য দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে’-বলেন টিপু মুনশি।
টিসিবি এবার চিনি বিক্রি না করার বিষয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বেশি দাম এবং না পাওয়ার কারণে কিছু দিন চিনি দেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিকল্প বাজার থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত দেওয়া সম্ভব হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
আজ রবিবার থেকে প্রতি লিটার ১০০ টাকা দরে বোতলজাত সয়াবিন তেল, ৩০ টাকায় কেজি চাল ও ৬০ টাকায় মসুর ডাল বিক্রি শুরু করছে টিসিবি।
একজন ফ্যামিলি কার্ডধারী সর্বোচ্চ পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে চলবে।