Thursday, January 16, 2025

নাম তুলে গালাগালালি করা আ.লীগের অভ্যাস: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেছেন, পত্রিকায় দেখলাম আমাকে বলা হয়েছে আমি নাকি জঘন্য মিথ্যা কথা বলি। কে বলেছে আমি নাম নিতে চাচ্ছি না, কারণ আমরা রুচিশীল রাজনীতি করি। নাম নিয়ে গালাগালি করা রাজনৈতিক শিষ্ঠাচারের মধ্যে পরে না। এটা আওয়ামী লীগের অভ্যাস। অবশ্য আওয়ামী লীগের তো কোনো রাজনৈতিক শিষ্ঠাচার থাকার কথাও না। তাদের বডি ল্যাংগুয়েজই সন্ত্রাসী ল্যাংগুয়েজ।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘নাগরিকের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ফখরুল বলেন, তারা বলে না তত্ত্বাবধায়ক নাই। একেবারে কবরে চলে গেছে তত্ত্বাবধায়ক। তারা তো আদালতের রায় ই পরিবর্তন করে দিয়েছে। সেই রায়ে বলা হয়েছিলো, দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বিক অবস্থা বিবেচনা করে আরো দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক এর অধীনে হতে পারে। একবারও কি তাদের মনে হয় না, এই তত্ত্বাবধায়ক সরকারের যে তত্ত্ব এটাকে সামনে নিয়ে তারাই ১৭৩ দিন হরতাল পালন করেছিলো। তখন তত্ত্বাবধায়ক জায়েজ ছিলো এখন নাজায়েজ হয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন একটি গালিতে পরিণত হয়েছে। রিকশাওয়ালা শ্রমজীবীদের যখন ঝগড়াঝাটি হয় তখন একজন অন্যজনকে বলে, আরে তুই তো আওয়ামী লীগ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি নাকি ফ্রন্ট গঠন করে গুজব ছড়াচ্ছে। কিন্ত তাদের পুরাটাই তো মিথ্যা। তারা যে প্রবৃদ্ধির কথা বলে এটা পুরোটাই তাদের তৈরি করা। মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন নির্দেশ দিতেন, কত ধান হয়েছে কত পাট হয়েছে তা তারা নির্ধারণ করে দিবেন৷

গণঅধিকার পরিষদ আয়োজিত সভায় বিএনপি মহাসচিব নুরুল হক নুরের প্রশংসা করে বলেন, নুরকে দেখে আমরা আশান্বিত হই৷ গণঅধিকার পরিষদ এর অফিসে যেদিন প্রথম গিয়েছিলাম সেখানে তরুণদের দেখে আশাবাদী হয়েছিলাম।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর