Sunday, March 2, 2025

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানান, রোববার সকালে পাহাড়ধসের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, রোববার সকালে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর