আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট হাসিনাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে। ১৯৭৫ সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এব কথা বলেন। তিনি বলেন, মীরজাফরের দল পলাশীর প্রান্তরে বাঙালিকে পরাজিত করেছিল, তেমনি ৭৫ এ জিয়া-মোস্তাকগং পরাজিত করে বাঙালিকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ( বিএনপির) আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে কেবল নেতাকর্মী রয়েছে, জনগণ নেই। জনগণ যে আন্দোলনে নেই, সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।
ওবায়দুল কাদের বলেন, ( বিএনপি নেতাদের উদ্দেশ্যে ) রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।