চারদিক ডেস্ক:
একটা মুরগি গড়ে ৫ থেকে ৮ বছর বাঁচে, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয়। পিনাট খুবই স্মার্ট ও সাহসী একটা মুরগি- সকালবেলা সে ব্লুবেরি ইয়োগার্ট না পেলে, একথা আমার কানে যাবেই।
মার্সি পার্কার ডারউইন ও তার স্বামী বিল যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ‘নো-কিল’ খামারের মালিক। তাদের এ খামারে কুকুর, বিড়াল এবং মুরগি, ময়ূর ও হাঁসসহ নানা পাখি রয়েছে।
২১ বছর আগের সেই দিনটির কথা এখনও মনে আছে ডারউইনের; সেদিন মুরগির যে ডিমগুলো ফুটে বাচ্চা হওয়ার কথা ছিল তার মধ্যে একটি ডিম দেখে মনে হয়েছিল এটি পঁচা-যে কারণে মা মুরগি ওই ডিমটি ফেলে চলে গিয়েছিল। তিনি ডিমটি হাতে নিয়ে কচ্ছপদের খাওয়ার জন্য পুকুরে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে ক্ষীণ কিচিরমিচির আওয়াজ পেলেন।