Monday, March 3, 2025

ভারতকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ

শুরুর ব্যাটিং বিপর্যয় ঠেলে সাকিব-হৃদয়ের ফিফটি ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। ওই রান আটকাতে প্রথম থেকে শেষ ওভার পর্যন্ত দুর্দান্ত লড়াই করেছেন টাইগার বোলাররা। শেষটায় দৃঢ়তা দেখিয়েছেন মুস্তাফিজ। যে দৃঢ়তায় ৬ রানে জিতে এশিয়া কাপের শেষটা রাঙিয়েছে বাংলাদেশ।

প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে পাঁচ পরিবর্তন এনেও টপ অর্ডারের ধস থামানো যায়নি। দলের ৫৯ রানের মধ্যে লিটন দাস (০), মিরাজসহ (১৩) একাদশে ফেরা তানজিদ তামিম (১৩) ও এনামুল হক (৪) ফিরে যান। ওই বিপর্যয় সামাল দেন সাকিব ও তাওহীদ হৃদয়। তারা ১০১ রানের জুটি গড়েন।

দারুণ ব্যাটিং করতে থাকা সাকিব আল হাসান ৮৫ বলে ৮০ রান করে আউট হন। ছয়টি চার ও তিনটি ছক্কার শট তোলেন এই ব্যাটার। তাওহীদ হৃদয় খেলেন ৮১ বলে ৫৪ রানের দরকারি ইনিংস। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। শেষটায় নাসুম ৪৫ বলে ছয় চার ও এক ছক্কায় ৪৪ এবং শেখ মাহেদী ২৯ ও তানজিম সাকিব ১৪ রান করেন। বাংলাদেশ ৮ উইকেটে তোলে ২৬৫ রান।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর