রাজধানীর কারওয়ান বাজারের ৪টি ভবন অতিঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উত্তর সিটি করপোরেশন এলাকায় ও অনেকগুলো ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে মেয়র বলেন, ‘আমাদের কাছে আটটি মার্কেটের তথ্য এসেছে যেটা ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কারওয়ান বাজারের চারটি মার্কেট অতিঝুঁকিপূর্ণ। গুলশানের একটি মার্কেট, গুলশান-২ নম্বরে একটি, রায়েরবাজারে একটি এবং মোহাম্মদপূর টাউন হল মার্কেটে একটি। এই আটটি মার্কেট ঝুঁকিপূর্ণ। আমি অলরেডি বলে দিয়েছি এবং মার্কেটে লাগিয়ে দিয়েছি (সতর্কতামূলক সাইনবোর্ড), এগুলো ঝুঁকিপূর্ণ মার্কেট।’
তিনি বলেন, মার্কেটে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি ডেকেছি। আমরা তাদের বলেছি অন্য যায়গা চলে যাও এই মার্কেটগুলোকে আমাদের সংস্কার করতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ মার্কেট থেকে কেউ যেতে চায় না। কিন্তু আমরা দেখেছি এই মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো খালি করে ফেলবে। তারা আমার কাছে এসেছে, বলেছে ঈদের সময় আমরা কী করব?’
কারওয়ান বাজার সরানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘কারওয়ান বাজার এখানে থাকবে না। সরিয়ে গাবতলী এবং যাত্রাবাড়ী নেওয়া হবে। এখানে চারটি বিল্ডিং আছে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা এই কারওয়ান বাজার সরানোর জন্য যা যা করা দরকার অলরেডি শুরু করে দিয়েছি।’