মাছ, মাংস, সবজিসহ নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ, ডিম। এছাড়া শাকসবজির দামও বাড়তি।
শুক্রবার সরজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে, প্রতিকেজি আলু ৪৫ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ১৬০ থেকে ১৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, গাজর ১৬০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিটি ছোট ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, ছোট বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা, কলার হালি ৩০ টাকা, লেবুর হালি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি কেজি রুই ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, মলা ৪৫০ টাকা, কই ২৪০ থেকে ২৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৬০০ টাকা, পাঙাশ ১৯০ থেকে ২৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩৫০ টাকা, কাচকি ৬০০ টাকা, মাগুর ৬০০ থেকে ৮০০ টাকা, ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা ও চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, লেয়ার ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা ও খাশির মাংস ১১০০ থেকে ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে প্রতিটি লাল ডিম ১৩ টাকা, হালি ৫০ থেকে ৫২ টাকা, ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিমের ডজন ২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা।
মুদি দোকান ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা, আদা ২০০ টাকা, চায়না আদা ২২০ টাকা, খোলা চিনি ১৪০ টাকা, খোলা আটা ৫৫ থেকে ৬০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকা, দুই কেজির প্যাকেট আটা ১১০ টাকা, দেশি মসুরের ডাল ১৪০ টাকা, লবণ ৩৮ থেকে ৪০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন তেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে।
মগবাজার এলাকার ভাসমান এক সবজি বিক্রেতা জাহিদ বলেন, ‘সবজির দাম উঠনামা করে। শীতে সবজির দাম কমবে। এর আগে না।’