Thursday, January 2, 2025

ট্রেনে ঈদ যাত্রায় টিকিটের জন্য অনলাইনে অগ্নিপরীক্ষা

স্টাফ রিপোর্টার: ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কিনতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ঈদের আগের দিন ২১ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। গত চার দিনের মধ্যে গতকাল টিকিট কিনতে সার্ভারে সর্বোচ্চ চাপ ছিল। এদিন সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ৪০ মিনিটেই ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য আড়াই কোটি ক্লিক পড়েছে। এদিন ২১ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অন্যদিনের তুলনায় গতকাল সার্ভারে বেশি হিট পড়ায় প্রথম তিন ঘণ্টায় সমস্যা দেখা দেয়। তবে সাড়ে ১১টার দিকে সমস্যার সমাধান হয়। পূর্বাঞ্চলের কিছু টিকিট এখনো অবিক্রীত আছে। পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা বেশি থাকায় বিক্রি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে। গত ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সোমবার ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হয়। গতকাল মঙ্গলবার ২১ এপ্রিলের জন্য নির্ধারিত ২৬ হাজার ৪৪৬টি টিকিট কিনতে যুদ্ধ করছে কয়েক লাখ মানুষ। এদিন সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা আপ্রাণ চেষ্টা করেও সার্ভারে প্রবেশ করতে না পেরে অনেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছেন। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, এবারই প্রথম অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। এতে নতুন নতুন সমস্যা সামনে আসছে। ২৭ হাজার টিকিটের জন্য আড়াই কোটি হিট পড়লে সার্ভারে সমস্যা হবেই। অনলাইনে সক্ষমতার চেয়ে শতগুণেরও বেশি হিট পড়ছে।

তিনি আরো বলেন, এসব বিষয় আমলে নিয়ে পরবর্তীতে আমরা আলোচনায় বসব। আশা করি, ধীরে ধীরে একটা সমাধানের মধ্যে আসা যাবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর