Tuesday, January 14, 2025

মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না : কাদের

দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে নাকি সরকারের পতন করবে? কোন অক্টোবর? অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।

‘বিএনপি হাঁটুভাঙা দল, কোমরভাঙা দল। শক্ত হয়ে দাঁড়ান। কৌশল ভালোভাবে চিনে নেন। খেলা হবে। সাংঘাতিক খেলা হবে।-বলেন সেতুমন্ত্রী।

কোনো দেশের নিষেধাজ্ঞা ও ভিসানীতিতে আওয়ামী লীগ চিন্তিত নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে এসবের পরোয়া করে না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বেগম জিয়াকে কেউ কী একবারও হত্যা করতে গিয়েছে? হত্যা চেষ্টা হয়েছে? আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না। কিন্তু আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে৷ মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে সেজন্য শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। কত হুমকি। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ডিসেম্বরের আন্দোলন গরুর হাটে। আন্দোলন আছে? কোথায় যাবেন? নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ আর কিছুই চায় না।

যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সমীক্ষায় উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, এই মুহুর্তে ভোট হলে শতকরা ৭০ জন শেখ হাসিনাকে ভোট দেবে৷

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পর্যন্ত জিনিসপত্রের দাম কমে যাবে৷ দাম মানুষের ক্রমক্ষমতার মধ্যে চলে আসবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর