Saturday, March 1, 2025

এই মুখ আর দেখাব না : সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের এই পোস্টারবয় সাকিব হঠাৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন; যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘এই মুখ আর দেখাব না।’

তবে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি, তা এখনও পরিষ্কার করেননি টাইগার এই অলরাউন্ডার।

সাকিবের এই স্ট্যাটাসে কমেন্টস বক্সে অনেকেই নানান মন্তব্য করছেন। কেউ আবার মনে করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণাও হতে পারে। তবে এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কেন হঠাৎ এমন স্ট্যাটাস তার জন্য হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

এদিকে রাত পোহালেই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের বৈশ্বিক এই আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের। তবে অজানা কারণে তা আর হচ্ছে না।

অন্যদিকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর