চলমান এশিয়ান গেমসে বার বার ভারতের কাছেই যেন আটকে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে নারী ক্রিকেটে ভারতের কাছে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। এবার পুরুষ ক্রিকেটেও একই প্রতিপক্ষের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ ছেলেদের।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ টাইগারদের।
শুক্রবার (৬ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে টাইগাররা। ১০০ রানেরও কমে থেমে যাওয়া বাংলাদেশের টার্গেট মাত্র ৯.২ ওভারে কেবল ১ উইকেট হারিয়ে টপকে যায় টিম ইন্ডিয়া।
ভারতের কাছে সেমিফাইনালে হেরে স্বর্ণ জয়ের স্বপ্নভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল সকালে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলবে সাইফ হাসানের দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে আজ দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল- পাকিস্তান অথবা আফগানিস্তান।
৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতে ইনিংস শুরু হয়ে বিনা রানেই উইকেট হারিয়ে। প্রথম ওভারের চতুর্থ বলেই রিপন মন্ডলের বলে মৃত্যুঞ্জয়কে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার জয়সওয়াল। বাংলাদেশকে এটি খানিকটা আশার সঞ্চার করলেও এরপরই হতাশার পর্ব। গাইকোয়ার্ড ও তিলক ভার্মা দুর্দান্ত ব্যাটিং করেন।
তিলক ভার্মা উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ফিফটি করেছেন। ২৬ বলে ৫৫ রানের ইনিংসে ৬ টি ছক্কা ও দুই চার ছিল। তাকে সঙ্গ দেওয়া গাইকোয়ার্ড কম যাননি। তার ৪০ রানের ইনিংসে তিন ছক্কা আর চারটি চার।