বিএনপি নেতারা তথাকথিত রোর্ড মার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
কাদের বলেন, বিএনপির ঈদ, পূজা ও পরীক্ষার পর কঠোর আন্দোলনের হুমকি জনগণের কাছে আজ উপহাসে পরিণত হয়েছে। তাদের সব তর্জন গর্জন, হুংকার আষাঢ়ে গল্পের মতোই হাস্যকর।
তিনি বলেন, বিএনপি যতবার আন্দোলনের ডাক দিয়েছে, ততবারই জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সারা দেশের উন্নয়ন দেখে বিএনপির চোখ, অন্তর, বিবেক ও মস্তিষ্ক দিশেহারা হয়ে পড়েছে। তাই নতুন করে তথাকথিত এক দফার হাস্যকর আল্টিমেটাম দিয়েছে।
কাদের বলেন, জন্মগতভাবেই বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল। তারা সংবিধান, গণতন্ত্র হত্যাকারী এবং ভোটাধিকার হরণকারী দল। দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ন্যূনতম কোনো অবদান নেই।
তিনি বলেন, বিএনপির কাজই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা, সরকার ও দেশবিরোধী অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তিকে একত্রিত করে ষড়যন্ত্রে লিপ্ত থাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিষোদগার করছে। উসকানির মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের সব ধরনের অপচেষ্টা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কখনও খালি হাতে ফেরেন না। তিনি বাংলাদেশের জন্য সবসময় মর্যাদা, সমৃদ্ধি ও স্বীকৃতি নিয়ে আসেন। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও খ্যাতিমান প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য স্বীকৃতি, পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের জন্য তিনি বারবার গৌরব নিয়ে এসেছেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সারাবিশ্বে বাংলাদেশ ছিল ক্ষুধা-দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের অপর নাম। তাদের অর্জন দুর্নীতিতে টানা পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি-জামায়াত অপশক্তির সেই অন্ধকার যুগে আর কখনও ফিরে যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতির এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।