পাকিস্তানের দেয়া চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেয়ে বাবর-রিজওয়ানদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। অন্তত তাদের ইনিংসের শুরুটা তাই বলছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে আর পেরে ওঠেনি ডাচরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারের স্বাদ নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে হয়ে তাদের।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেয়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের হাফসেঞ্চুরিতে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। রিজওয়ান ৬৮ ও শাকিল ৬৮ রান করেন। জবাবে নেদারল্যান্ডস বিক্রমজিত সিংয়ের ৫২ ও বাস ডি লিডের ৬৭ রানে ভর করে ২০৫ রানে অলআউট হয়। ফলে ৮১ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
পাকিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায়। ইনফর্ম ও’ডাউডকে ফেরান দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া হাসান আলী। দলীয় ৫০ রানে অ্যাকারম্যানকে ফেরান অকেশনাল বোলার ইফতিখার আহমেদ।