Saturday, March 1, 2025

ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত করল উয়েফা

আবারও উত্তপ্ত অবস্থা ইসরায়েলে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাসের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে হুমকির মুখে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা।

এমন পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব ধরনের ফুটবল স্থগিত করল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তীতে জানানো হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইউরো বাছাইয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের। ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে।

২০২৪ ইউরো বাছাইসহ আরও বেশ কিছু ম্যাচও স্থগিত করা হয়েছে। সেই তালিকায় আছে ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো এবং ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাই।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা। বিবৃতিতে বলা হয়, উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সবকটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর