Friday, December 27, 2024

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিন আগে ওই বাসটি নেত্রকোণা থেকে ওরশে যোগ দেয়ার জন্য চট্টগ্রামে এসেছিল। পরে ফেরার পথে দরবার শরীফ থেকে কিছুদূর যেতেই এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। এদের মধ্যে একজন নারী রয়েছেন। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। গাড়ি দুুটি জব্দ করেছে পুলিশ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর