Thursday, January 2, 2025

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘খুরুশকুল আশ্রায়ন প্রকল্পে’ প্রাথমিক বিদ্যালয় স্থাপন

স্টাফ রিপোর্টার: কক্সবাজার খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাত্র ৭দিনের মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের শুভ সূচনা করা হয় ৷ বিদ্যালয়ের যাত্রায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, ঝড়-জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের নির্মম শিকারের দরুন নিঃস্ব পরিবারের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সম্ভব সকল পদক্ষেপ নেয়া হয়েছে। এসব শিশুদের মূলধারায় নিয়ে আসতে বিশেষ কর্মসূচি গ্রহণ ও শিশুদের স্কুলে আসতে উৎসাহী করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ভাবে স্থাপন করা হবে।

এ বিদ্যালয় স্থাপন হওয়ার মাধ্যমে প্রকল্প এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়বে বলে সচিব আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্প পরিচালক লে. কর্নেল আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. নুরুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথম জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসিত দের জন্য ৬ তলা বিশিষ্ট ১৪৩ টি ভবন নির্মানের মাধ্যমে এই বিশেষ, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেখানে একতৃতিয়াংশের মধ্যে ইতঃমধ্যে ৬০০ ভূমিহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর