Monday, January 13, 2025

ছেলে কেন মাকে দেখতে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (তারেক জিয়া) মা তো অসুস্থ, আপনারাও অনশন করছেন। ছেলে কেনো মাকে (খালেদা জিয়া) দেখতে আসে না, এটা কেমন ছেলে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, তার মা নাকি অসুস্থ মরে মরে। হ্যাঁ, বয়স হয়েছে, অসুস্থও বটে। তো মাকে দেখতে আসে না কেন। আমি তো বলব, মাকে দেখতে আসুক।

তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে নেবে? সে আশা দূর আশা।

সরকারপ্রধান বলেন, তার (খালেদা জিয়া) বড় বোন, ভাই, বোনের জামাই আমার সঙ্গে আর রেহানার সঙ্গে দেখা করতে গণভবনে আসেন। কান্নাকাটি করেন। আমি সরকারপ্রধান হিসেবে আমার যতটুকু ক্ষমতা তা করেছি। যদিও সে আমাকে হত্যার জন্য অনেক চেষ্টা করেছে। তার বোনের কান্নাকাটিতে আমি তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এমনকি আমাকেও বলেছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। আল্লাহর মাইর দুনিয়ার মাইর। এখন তিনি না প্রধানমন্ত্রী, না বিরোধী দলের নেত্রী। কিছুই হতে পারেননি।

শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।

এর আগে, বিকেল সোয়া ৩টায় প্রধানমন্ত্রী জনসমাবেশস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

গত ৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে জনসভা স্থগিত করে শনিবার দিন ঠিক করা হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর