নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ আরো দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, হোটেল আমারির উল্টা পাশের বিল্ডিং থেকে রাত পৌনে ৪টার দিকে তাদের তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় আমিনুল হকের গাড়ি চালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে, রাত ৩টার দিকে আমিনুলের স্ত্রী ফোনে গণমাধ্যম কর্মীদের জানান, তার স্বামীকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এবং তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।