Thursday, October 24, 2024

১০ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৭৭৮ কোটি টাকা

চলতি মাসের (নভেম্বর) প্রথম ১০ দিনে প্রবাসীরা ৭৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে, অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৮ কোটি ১২ লাখ মার্কিন ডলার এবং সেপ্টেম্বরের ১৫ দিনে ৭৩ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল।

এদিকে গত মাসে (অক্টোবর) দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আবার সচল হচ্ছে দেশের রেমিট্যান্সের চাকা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর