রাজধানীর উত্তরায় বিজিবি মটরপার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ১০টা ২৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ১০টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম ।
এঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
এদিকে উত্তরা ও টঙ্গী থেকে আসা বাহিনীর ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি স্থানীয় জনতাও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছে।