Wednesday, January 15, 2025

রাজধানীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ বাসে আগুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক তিন স্থানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয় বলে আমাদের কাছে খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে বাসটির আগুন নির্বাপণ করে।

বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের গলিতে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসের আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমে বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে সোনালী ব্যাংকের বাসে আগুন দেয়া হয়। আগুনে বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের বাসটি পল্টন এলাকায় পৌঁছালে এতে আগুন দেয়া হয় বলেও জানানো হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর