মধ্য শরত বিকেলের একটুকরো আকাশ এসে
দাঁড়িয়ে আছে কফিশপে, একাকী, প্রকৃত একা
রমণীর বেশে।
কফিশপে আবছা অন্ধকার, মানুষ বেশি নেই
আঙুলে গোনা যায়। যেন কুয়াশাঢাকা উপত্যকা।
আকাশ যায় না দেখা।
দাঁড়িয়ে আছে সে স্থির, মনে হয় মুর্তিমতী রতি;
কিউপিড তীর ছোড়ে, তবে লক্ষ্যভেদে ব্যর্থ হয়
যেন ভিমরতি।
পেলব দুই হাতে নিজেকে জড়িয়ে, কিসের
আশায় প্রতীক্ষারত সে নারী, কারো জানা নেই।
কাঁদে অজান্তেই।
কফির গন্ধে কোন মাদকতা নেই, নেই লোভ
তবুও দাঁড়িয়ে আছে, টুকরো আকাশরূপী নারী।
দুই চোখে ক্ষোভ।
সম্ভাবনা ছিল, তবে সে হতে পারেনি ইশতার
অথবা আফ্রোদিতি। তার দুচোখে স্পষ্ট, স্বচ্ছতর
ব্যক্তিগত মন্বন্তর।
২২ ফেব্রুয়ারি ২০২৩
গুলশান-২, ঢাকা।