দেশে চলতি নভেম্বরের প্রথম ২৪ দিনে ১৪৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ কোটি ২০ লাখ ডলার।
সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নভেম্বরের প্রথম ২৪ দিনে ১৪৯ কোটি ডলার রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে।
যেভাবে দৈনিক গড়ে প্রায় ৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স আসছে, এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৮৬ কোটি ডলার হবে।
এর আগে, অক্টোবরে দেশে ১৯৭ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর সেপ্টেম্বরে প্রবাসী আয় হয়েছিল ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার ও জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে।
২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। তার আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। এর আগে, করোনাকালীন ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।