রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।