Saturday, January 11, 2025

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কমসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

দলীয় প্রধান খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি।

এরই অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে দলটি। কিন্তু সহিংসতার কারণে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ২৯ অক্টোবর তারা হরতাল ডাকে। এরপর দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দেওয়া হতে থাকে। এভাবে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

সবশেষ দফায় গত বৃহস্পতিবার হরতাল শেষ হলে রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর