Tuesday, February 4, 2025

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ১২ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় ৬ ঘণ্টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১২টি ফ্লাইট।

পরে এসব ফ্লাইট আশপাশের বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে ৮টি ফ্লাইট নেমেছে ভারতের কলকাতায়। এ ছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ঢাকার আশপাশে অবতরণ করা ফ্লাইটগুলো মঙ্গলবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লইট ছাড়তে দেরি হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর