Monday, March 10, 2025

৮১তম গোল্ডেন গ্লোবের মনোনয়নে শীর্ষে ‘বার্বি – ওপেনহাইমার’

চলচ্চিত্র অঙ্গনের মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হলো। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) ৮১ তম আসরের মনোনয়ন ঘোষণায় আটটি করে মনোনয়ন পেয়েছে বছরের আলোচিত দুই সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’। অপর দিকে, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ও ‘পুওর থিংস’ পেয়েছে সাতটি করে মনোনয়ন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে মনোনয়ন ঘোষণা করেন সেড্রিক দ্য ইন্টারটেইনার ও উলমার ভালডেরামা। সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ওপেনহাইমার। এ ক্যাটাগরিতে আরও লড়বে কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো, পাস্ট লাইভস, দ্য জোন অফ ইন্টারেস্ট, অ্যানাটমি অফ এ ফল। আর গোল্ডেন গ্লোব ২০২৪-এ সেরা চলচ্চিত্রে মিউজিক্যাল ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বার্বি।

একনজরে জেনে নেয়া যাক গোল্ডেন গ্লোব আওয়ার্ডে কে কোন ক্যাটাগরিতে মনোনয়ন পেল

ফিল্ম
বেস্ট মোশন পিকচার—ড্রামা
ওপেনহেইমার
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন
মায়েস্ট্রো
পাস্ট লাইভস
দ্য জোন অব ইনটারেস্ট
অ্যানাটমি অব আ ফল

বেস্ট মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি
বার্বি
পুওর থিংস
আমেরিকান ফিকশন
দ্য হোল্ডওভারস
মে ডিসেম্বর
এয়ার

বেস পিকচার (নন–ইংলিশ ল্যাঙ্গুয়েজ)
অ্যানাটমি অব আ ফল
ফলোন লিভস
লো ক্যাপিটানো
প্যাস্ট লাইভস
সোসাইটি অব দ্য স্লো
দ্য জোন অব ইনটারেস্ট
টেলিভিশন

বেস্ট টেলিভিশন সিরিজ, ড্রামা
১৯২৩
দ্য ক্রাউন
দ্য ডিপ্লোম্যাট
দ্য লাস্ট অব আস
দ্য মর্নিং শো
সাকসেশন

আগামী ৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে গোল্ডেন গ্লোবের ৮১তম আসর।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর