Monday, February 3, 2025

মুন্সীগঞ্জে যাত্রীবাহী ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়রা সার্ভিস।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডটি আটক করেছেন এলাকাবাসী।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের কাশিপুর এলাকার ফারুকের মেয়ে ফাইজা (৬) ও টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা এলাকার নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫)। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাসাইল চর থেকে হাসাইল বাজারের দিকে যাচ্ছিল ট্রলারটি। এসময় মাওয়াগামী একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে গেলে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে গিয়ে কিছু যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হন অনেকে। পরে নিখোঁজদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, ঘাতক বাল্কহেডটি জব্দ করা হলেও এর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়েছেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর