Monday, February 3, 2025

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। রাজধানী শহরটির স্কোর এখন ২৭২, যা ‘খুবই অস্থাস্থ্যকর’।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

এখন দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ৩৩২, যা ‘দুযোর্গপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬২ এবং বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঘানার আক্রা। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২১৭ এবং বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৭; সপ্তম স্থানে কুয়েত সিটি, স্কোর ১৬০; অষ্টম কিরগিজস্তানের বিশকেক, স্কোর ১৫৯; নবম কাতারের দোহা, স্কোর ১৫৪; দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৫২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর