Friday, January 10, 2025

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, প্রার্থী ২৮৩ আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। লাঙ‌লের প্রার্থী থাক‌বে ২৮৩ আস‌নে। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, সরকা‌র ও নির্বাচন ক‌মিশনের কা‌ছে দা‌বি ছিল ভা‌লো নির্বাচন করার। তা‌দের আচরণে মোটামু‌টি আস্থা এসেছে। তাই নির্বাচ‌নে থাক‌বে জাপা।

তিনি ব‌লে‌ন, ২৮৩ আস‌নে লাঙ‌লের প্রার্থী থাক‌বে। জোরদারভা‌বে নির্বাচন কর‌বে জাপা। এসব আস‌নে আওয়ামী লী‌গের না‌কি স্বতন্ত্র প্রার্থী র‌য়ে‌ছে, তা দেখার সময় নাই।

এর আগে দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চুন্নু জানান, জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, সেই সিদ্ধান্ত বিকেলের মধ্যে জানা যাবে।

তিনি বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। নিজেদের প্রয়োজনে আরও কয়েক ঘণ্টা সময় নেয়া হচ্ছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর