দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জাপান থেকে ৩ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এছাড়া তাদের সহায়তার জন্য জাপান দূতাবাসের আরও ১৩ জনের একটি টেকনিক্যাল টিম যুক্ত হবে এই পর্যবেক্ষণে। সব মিলিয়ে ১৬ জন পর্যবেক্ষণের জন্য ইসিতে নিবন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
এর আগে সোমবার দুপুর ১২ টা ৫৭ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।