চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে ২৪ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও জরুরি পরিষেবাকর্মীরা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ৩টায় চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে এই বন্দুক হামলা হয়। এটি ১৪ শতকের বিখ্যাত চার্লস ব্রিজের পাশে অবস্থিত। ওই স্থানটিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসেন।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রাগের ওল্ড টাউন স্কয়ারে গোলাগুলির ব্যাপারে জানতে পারে তারা। ঘটনাস্থলে বন্দুকধারীকে হত্যা করা হয় বলেও জানায় পুলিশ।
প্রাগের পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক বলেন, হামলাকারী ২৪ বছর বয়সী একজন ছাত্র, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, সন্দেহভাজন বন্দুকধারী তার বাবাকেও হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। প্রাগের ঠিক পশ্চিমের শহর হোস্টউনে বাড়িতে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভন্ড্রাসেক আরও জানান, গত সপ্তাহে প্রাগে এক ব্যক্তি এবং তার দুই মাস বয়সী শিশুকন্যাকে হত্যা করার জন্যও তাকে সন্দেহ করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রাগের ঐতিহাসিক ওই স্থানে বন্দুক হামলার পর সাধারণ মানুষের মনে ভীতির সৃষ্টি হয়। সেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা যায় এবং সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় সারা দেশে একদিনের শোক ঘোষণা করেছে চেক সরকার। একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের পরে প্রেসিডেন্ট পেত্র পাভেল এ ঘোষণা দেন। তিনি জানান, ২৩ ডিসেম্বর একটি শোকের দিন হবে, দেশের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিতভাবে উড়ানো হবে এবং দুপুরে এক মিনিটের নীরবতা পালন কো হবে।