Wednesday, November 27, 2024

রাজশাহীতে নির্বাচনী প্রচারে জীবন্ত ঈগল!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রচারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে শনিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থীর এক প্রতিনিধি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। তাঁর নির্বাচনী প্রতীক ঈগল পাখি। তাঁর এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। এ আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) প্রার্থী হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। তাঁর প্রধান নির্বাচনী প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আব্দুস সামাদ শনিবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগটি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের এক সমর্থক মো. কবিরুল ইসলাম জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগকারী ও আইনজীবী আব্দুস সামাদ বলেন, জীবন্ত পাখি নিয়ে নির্বাচনী প্রচার করা বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেছেন, কোনো কর্মী-সমর্থক এটা করেছেন কি না তা তাঁর জানা নেই।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর