Saturday, November 23, 2024

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পোরশা (নওগাঁ)
নওগাঁর পোরশা উপজেলা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩৮) উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়া গ্রামের সিদ্দিক দালালের ছেলে।

সূত্রে জানা গেছে, নিতপুর সীমান্তচৌকির (বিওপি) এলাকা দিয়ে চোরাই পথে গরু নিতে ভারতের অভ্যন্তরে আল আমিনসহ চার যুবক প্রবেশ করেন। ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২ পিলার এলাকার এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। তবে অপর তিনজন পালিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি, আর্টিলারি বলেন, ‘গুলির ঘটনা আমরাও শুনেছি। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্লাগ মিটিং চলছে।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর