Tuesday, November 26, 2024

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করল সৌদি

চারদিক ডেস্ক
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষ প্রকল্প আইটিএফসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে একটি কৌশলগত চুক্তির স্বাক্ষর করেছে। এ সময় সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা দীর্ঘমেয়াদি। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ।

সূত্র : আরব নিউজ

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর