Wednesday, January 29, 2025

স্বর্ণের দাম কমল

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। টানা ছয় দফায় বেড়ে এবার কমল মূল্যবান ধাতব বস্তুটির দাম। এখন থেকে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৬২১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন করে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ রোববার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগামী সোমবার থেকে কার্যকর হচ্ছে।

নতুন দর অনুযায়ী, আগামী সোমবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হবে। অপরদিক সোমবার থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৫ হাজার ৪৫০ টাকায় বেচাকেনা করা হবে। স্বর্ণের দাম কমলেও বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫০৪ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫১৬ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা।

গত ৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর