Wednesday, January 15, 2025

৬ বিভাগে বৃষ্টির আভাস

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। রোদের প্রখরতা, নেই বাতাস। ঘর থেকে বের হওয়াই দায়। এমতাবস্থায় দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এ তথ্য জানান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে একেএম নাজমুল হক বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উল্লেখ্য, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও মৃদু তাপপ্রবাহ চলছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর